Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জন সমূহ

সাম্প্রতিক বছরসমূহের (৩ বছর) প্রধান অর্জনসমূহ :

মধুপুর উপজেলার রাজস্ব প্রশাসনের কার্যক্রমের আওতায়  উপজেলা ভূমি অফিসসমূহের আগত সেবা প্রত্যাশীদের সেবা প্রদানের জন্য ফ্রন্ট ডেস্ক/ হেল্প ডেস্ক খোলা হয়েছে। উল্লিখিত ফ্রন্ট ডেস্ক/ হেল্প ডেস্ক এর মাধ্যমে সেবা প্রত্যাশীগণকে বিভিন্ন প্রকার তথ্য দিয়ে সহায়তা প্রদান করা হচ্ছে। এতে রাজস্ব প্রশাসনের প্রতি জনগণের আস্থা বৃদ্ধি পাচ্ছে। এ ছাড়া মধুপুর উপজেলার ভূমি সংক্রান্ত সেবাপ্রার্থী জনসাধারণ যেন অযথা হয়রানি এবং প্রতারণার স্বীকার না হন এজন্য পুরো অফিস চত্ত্বরসহ কর্মচারিদের রুম সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। অফিসের সৌন্দর্য বৃদ্ধির জন্য অফিস আঙ্গিনায় ফুলের বাগান করা হয়েছে। সেবাগ্রহিতদের বসার জন্য সহকারী কমিশনার ভূমির রুমের বাইরে বারান্দায় আরামদায়ক বসার ব্যবস্থা করা হয়েছে। নামজারী/ জমাখারিজ/ জমা একত্রিকরণের আবেদন ২৮ দিনের মধ্যে সম্পন্ন করা হচ্ছে। বীর মুক্তিযোদ্ধাদের এবং রেমিট্যান্সযোদ্ধাদের বসার  জন্য সহকারী কমিশনার ভূমির রুমে দুটি চেয়ার সংরক্ষন করা হয়েছে এবং দ্রুততম সময়ে সেবা প্রদান করা হচ্ছে। শতভাগ ভূমি উন্নয়ন কর অনলাইনে আদায় করা হচ্ছে। রেকর্ড রুমে নথিগুলো সন অনুযায়ী ট্যাগ লাগিয়ে র‌্যাকে সূবিন্যস্তভাবে সাজানো হয়েছে। ফলে প্রয়োজন অনুযায়ী সহজে নথি খুঁজে বের করা সম্ভব হচ্ছে । রেকর্ডরুম থেকে কোন নথি যেন বিনষ্ট না হয় এবং কোন নথি যেন হারিয়ে না যায় সে জন্য রেকর্ডরুমে মুভমেন্ট রেজিস্টার রাখা হয়েছে এবং রেকর্ডরুম সিসি ক্যামেরার আওতয় আনা হয়েছে। চুরান্তভাবে প্রকাশিত রেকর্ডসমুহ আপডেট করে নতুন ভলিউম তৈরি করা হচ্ছে।