Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাম্প্রতিক কর্মকান্ড

১  কর্মসম্পাদনের ক্ষেত্রসমূহ

১.  স্মার্ট ভূমি ব্যবস্থাপনা।

২.  রাজস্ব সংগ্রহ বৃদ্ধি

৩. ভূমিহীন পুনর্বাসন ও খাস জমি ব্যবস্থাপনা।

৪. ভূমি বিরোধ নিষ্পত্তি


কার্যাবলি:

১.  খতিয়ান হালনাগাদকরণ;

২. ভূমি ব্যবস্থাপনার সাথে জড়িত কর্মকর্তা/ কর্মচারীদের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ;

৩. পরিদর্শন;

৪. মাসিক রাজস্ব সম্মেলন;

৫. সায়রাত মহল ব্যবস্থাপনা;

৬. অডিট আপত্তি নিষ্পত্তির লক্ষ্যে ব্রডশিট  জবাব প্রেরণ

৭. ভূমি রাজস্ব আদায়;

৮. রেন্ট সার্টিফিকেট মোকদ্দমা নিষ্পত্তি;

৯. অনলাইন সফটওয়্যারে হোল্ডিং এর ডাটা এন্ট্রি সম্পন্নকরণ  এবং শতভাগ ভূমি উন্নয়ন কর অনলাইনে আদায়।

১০. কৃষি খাসজমি বন্দোবস্ত  প্রদান;

১১. ভূমিহীন পুনর্বাসন;

১১. ভূমি বিরোধ নিষ্পত্তি ;


প্রধান অর্জনসমূহ 





  • শতভাগ ভূমি উন্নয়ন কর অনলাইনে আদায় করা
  •  ২৮ দিনের মধ্যে শতভাগ নামজারি ও জমাখারিজের আবেদন নিষ্পত্তি করা ।
  •  ০১ বছরের মধ্যে সকল মিসকেস নিষ্পত্তি করা এবং পূর্বের পেন্ডিং মামলা সমূহ নিষ্পত্তি করা।
  • অর্পিত সম্পত্তির বকেয়া (ইজারা মূল্য) আদায় বৃদ্ধি করা।
  • অবৈধভাবে দখলকৃত সরকারি জমি দখল মুক্ত করা।
  • রাজস্ব আদালতের দায়েরকৃত আপীল/রিভিশন মামলা নিস্পত্তির হার বৃদ্ধি করা।